Tuesday, February 25, 2020

বাংলাদেশের গ্রোসারি সুপারশপ চেইন ব্র্যান্ডসঃ একটি নির্মোহ বিশ্লেষণ

কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, জেমকন গ্রুপের ’মিনা বাজার’ রহিম আফরোজের ’এগোরাকে’ কিনে নিচ্ছে। ২০০১ সালে চালু হওয়া এগোরা এই দেশের প্রথম গ্রোসারি সুপার চেইন শপ। আমি যখন ঢাকা সিটি কলেজে ইন্টারের ছাত্র, সেই সময়ে রাইফেলস স্কয়ারে প্রথমবারের মত এগোরাতে শপিং করতে গিয়ে খুবই মুগ্ধ হয়েছিলাম। চারপাশের সেলফগুলো কি পরিপাটি করে সাজানো, এয়ার কন্ডিশন আর এয়ার ফ্রেশনারের উপস্থিতি, হালকা স্বরে মিউজিক বাজছে, ফ্লোরে এক কনা ধুলোও নেই, সুন্দরী সেলস গার্লরা পরিপাটি ইউনিফম পড়ে হাসিমুখে কথা বলছে, সব মিলিয়ে মনে হলো যেন বিদেশে চলে এসেছি!
কিন্তু সেই এগোরাই (সঠিক উচ্চারণ এগোরা, আগোরা নয়) এখন বিলুপ্তির খাতায় নাম লেখাচ্ছে, যেমন লিখিয়েছিলো ’নন্দন’ সুপারশপ। অনেকেরই হয়তো মনে আছে, একটা সময় নন্দন খুবই জনপ্রিয় সুপারশপ ছিলো এ শহরে, তারপর হঠাৎ করে এটি একটা একটা করে সবগুলো স্টোরই বন্ধ করে দিলো। নতুন প্রজন্মের মার্কেটাররা হয়তো জানেনও না নন্দনের নাম!
ধারনা করছি, রহিম আফরোজ তাদের নতুন স্টার্টাপ “ডেলিগ্রাম” এ পূর্ণ মনোযোগ ও ফান্ডিং দেবার জন্য তাদের আপাতঃ লস প্রজেক্ট এগোরাকে বিক্রি করে দিচ্ছে। কিন্তু আসল কারণটা এগোরা এখনো খোলাসা করেনি, কোনদিন করবে বলেও মনে হয় না। বরং তারা দাবী করে তারা এখনো যথেষ্ঠ লাভবান একটা ব্র্যান্ড। যদি তাই হতো তাহলে তারা গত বছর ৩টা স্টোর বন্ধ করে দিলো কেন? আর কেনই বা এখন পুরোটাই বিক্রি করে দিচ্ছে?

আমি এগোরাকে বিসিজি ম্যাটরিক্সের ছকেঁ ফেলে একে লস প্রজেক্ট বলেছি। আমার ধারনা, BCG Matrix এ এগোরা রয়েছে কুকুরের কাতারে, যার মার্কেট গ্রোথ এবং মার্কেট শেয়ার উভয়ই কমতির দিকে! (যেসব ব্র্যান্ড প্যাকটিশনার্সরা ভুলে গেছেন BCG Matrix কি, তাদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য কমেন্টের ঘরে ছবি দিলাম একটা।)


এগোরা বেচে দেয়ার সংবাদটা পড়ামাত্রই আমি কিছু জিনিস চিন্তা করলামঃ
এগোরার ব্র্যান্ড পজিশনিং কি? তার আগে আসুন, সংক্ষিপ্তাকারে একটা তুলনামূলক পর্যালোচনায় যাইঃ
ক) এসিআই গ্রুপের স্বপ্ন সুপার শপ এই মূহুর্তে নিঃসন্দেহে দেশের পয়লা নম্বর গ্রোসারি সুপারশপ ব্র্যান্ড। এদের একটা শক্ত ব্র্যান্ড পজিশনিং আছে, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। এই ট্যাগ লাইন দ্বারা তারা দেশের আপামর মধ্যবিত্ত সেগমেন্টকে এড্রেস করেছে; কারণ এর কাউন্টারপার্ট এগোরা, ইউনিমার্ট এরা হচ্ছে সমাজের ধনী ও হাই সোসাইটির গ্রোসারি শপিংয়ের জায়গা। মধ্যবিত্তদের জন্য সেখানকার জিনিসপত্রের দাম তখনো নাগালের বাইরেই ছিলো।
ঠিক সে সময়ে স্বপ্ন আত্নপ্রকাশ করলো, দামও বেশ রিজনেবল, আর প্রচুর ডিসকাউন্ট! স্বপ্নের মত এত বিপুল পরিমান ডিসকাউন্ট দেশের আর কোন সুপারশপ দেয় বলে মনে হয় না। প্রসঙ্গত একটা তথ্য দেই, অনেকেই হয়তো জানেন না, ধানমন্ডি ল্যাব এইডের পেছনে যে স্বপ্ন আছে, সেখান থেকে স্থানীয় টং দোকানের চা ওয়ালারাও বাজার করেন, তারা স্বপ্ন থেকে চিনি-চা-দুধ এসব কেনেন। ভাবা যায় এগ্লা?

খ) মিনা বাজারের একটা শক্ত পজিশনিং হচ্ছে, এরা সেইফ ফুড (অরগানিক ফুড, ফ্রেশ ফুড, ক্যামিকেল-ফ্রি ফুড, অথেনটিক ফুড) প্রভাইড ও প্রোমোট করে থাকে, ষ্টোরের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন এই জাতীয় নানা ভিজুয়াল, তারা সাধারনত সেফ ফুডের মেসেজটাই তাদের টিজির সাথে কমিউনিকেট করে থাকে। এদের অন্যতম ইউএসপি হচ্ছে, মিনা বাজারই প্রথম গ্রোসারী শপিংয়ে হোম ডেলিভারী দেয়া শুরু করে মিনাক্লিক ডট কম এর মাধ্যমে। (এমনকি কাস্টমাররা স্রেফ ফোন করেও অর্ডার করতে পারে। থিংক এবাউট বাসার বুয়া, যার জন্য অনলাইনের চাইতে ফোনে অর্ডার করা সহজতর।)
এটিকে তারা ইদানিং বেশ চমৎকার করে ফাইন টিউনিং করছে। এর নিজস্ব এপ আছে, ডেলিভারী কাভারেজ বাড়িয়ে ঢাকা (পুরান ঢাকাসহ) আর ঢাকার বাইরে প্রায় ১০০০ টা লোকেশনে তারা পৌছেঁ গেছে। এমনকি আমার দাদু বাড়ি টাংগাইল জেলায়ও নিয়ে গেছে! ভাবুন, মফস্বল এলাকার মানুষজন এখন অনলাইনে কাঁচা বাজার করছেন! উক্ত এলাকার টিজির জন্য এটা বিরাট পাওয়া! শুধু গ্রোসারি না, তারা মিনা সুইটস আর বইও বিক্রি করছে অনলাইনে। এ সেক্টরে তারা চালডাল ডট কমের সাথে ফাইট করছে। নাকি ভাইসভার্সা? :/ (এর বেশী বল্লে মিনা বাজারের মুফতে পাবলিসিটি করা হবে। এমনিতেই কালকে থেকে আফসোস হচ্ছে সানলিল্ক এর মুফতে ছয় ছয়টা বিজ্ঞাপন দিসি বলে! :( )

অবশ্য সেইম মেসেজটা (সেইফ ফুড) কৃষিবিদ গ্রুপের সুপারশপও কমিউনিকেট করে থাকে, তবে তারা বোধকরি একেবারেই নীশ বাজারের প্লেয়ার!

গ) প্রিন্স বাজারও অনেকটা স্বপ্নের মতই পজিশনিং আর টিজি সিলেক্ট করেছে, মধ্যবিত্ত (উচ্চ ও নিম্ন উভয়ই), তবে তারা একটা দীর্ঘ সময় শুধুমাত্র নীশ এলাকায় ব্যবসা করেছে, আমাদের মিরপুরে। তারপর তারা শ্যামলী ও ধানমন্ডির দিকে এগিয়েছে। মিরপুরে প্রিন্স বাজারের আধিপত্য রীতমতো চোখে পড়ার মত। মিরপুর ১ নং প্রিন্স বাজারের মত ক্রেতার এত উপচে ভীড় আমি দেশের আর কোন সুপারশপে দেখতে পাই না।

ঘ) ইউনিমার্টঃ এদের ব্র্যান্ড পজিশনিং হলো The Ultimate Retail Experience মানে পশ, এক্সক্লুসিভ আর ইউনিক শপিং এক্সপেরিয়েন্স দেয়া। তাই ইউনাইটেড গ্রুপের এই সুপারশপের টিজি হলো সমাজের উচ্চবিত্ত ও ফরেইনার শ্রেনী। এই কারনে তারা জীবনে কোনদিন গুলশান, বনানী, ধানমন্ডির বাইরে যাবে না। সিটিজিতে গেলে ব্রান্চ সবার আগে খুলবে খুলশীতে।
আর এদের ইউএসপি হলো, ম্যাসিভ ভ্যারাইটিজ। সামান্য একটা মধুরও প্রায় ৫০ টি ভিন্ন ভিন্ন দেশী-বিদেশী ব্র্যান্ড পাবেন আপনি এইখানে। আমি ওখানে গেলে আয়েশ করে তাদের চিজের ভ্যারাইটিজ দেখি!
পৃথিবীর হেন কোন রিটেইল ব্র্যান্ড নাই যেটা আপনি এখানে পাবেন না। আবার নিজস্ব কার পারকিং আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। এদের গুলশান ২ শাখায় সামুদ্রিক বারমান্ডি মাছ দেখতে পেয়ে অবাক হয়ে গেছিলাম, কারণ আমি জানতাম এটা বাংলাদেশে পাওয়া যায় না, আমি সিডনীতে থাকার সময় প্রায়ই খেতাম এই মাছ। তারা জানালো, এই জিনিস তারা অষ্ট্রেলিয়া থেকেই আমদানী করে থাকে এদেশে থাকা এক্সপ্যাটদের জন্য। বলাবাহুল্য, দামটা আকাশচুম্বি নয়, রীতিমত মহাকাশচুম্বী ছিলো।

ঙ) শুরুর প্রশ্নে ফিরে যাই। এগোরার ব্র্যান্ড পজিশনিং কি? আমি আসলে অনেক খুঁজেও তেমন কোন পজিশনিং আইডেন্টিফাই করতে পারলাম না যেটা তাদেরকে একটা শক্ত অবস্থান দিয়েছে, দেশের অন্যান্য সুপারশপ ব্র্যান্ডগুলোর যেমনটা আছে। অথচ এই দেশের প্রথম সুপারশপ হিসেবে তাদের ক্ষেত্রে এটা হবার কথা ছিলো না। তাদের ওয়েব সাইটে লেখা একটা খেলো বাক্য – কোয়ালিটি ইউ ক্যান ট্রাষ্ট! এই মোটোকে তাদের কোন ফিজিক্যাল স্টোরে লেখা আছে বলে মনে পড়ে না, তাদের কোন টিজি বা প্রডাক্টকেও স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করে না, তাই ধারনা করছি, ওয়েব সাইট ডেভেলপার এই বাক্যটা নিজের ইচ্ছেমতো বসিয়েছে, তাদের ব্র্যান্ড বিভাগ নয়। তবে এগোরার কাস্টমার সার্ভিস বেশ উন্নত মানের, এমনকি স্বপ্নের চাইতেও বেটার মনে হয়েছে। (স্বপ্ন মেবি ক্রেতার চাপে কাস্টমার সার্ভিসের দিকে ফোকাস করতে হিমশিম খায়!)

তার মানে কি গত প্রায় কুড়ি বছরেও এগোরা কোন শক্ত ব্যান্ড পজিশন বানাতে পারে নি? যদি তাই হয়, তবে এর চাইতে বড় ব্যর্থতা এগোরোর ইতিহাসে আর নেই। অথচ ২০১১ তে এই এগোরাই দেশের তৎকালীন অন্যতম জনপ্রিয় সুপারশপ চেইন PQS কে কিনে নিয়েছিলো, আর ২০১৫ তে Bangladesh Brand Forum একে দেশের সেরা রিটেইল ব্র্যান্ড হিসেবে ঘোষণা দিয়েছিলো।
শুরুতে তারা নাকি প্রায় ৫০ হাজার কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ-মাংস আনতো, কিন্তু তারা এই বিষয়টাকে মিনা বাজরের মত অতটা বুদ্ধিদীপ্তভাবে প্রোমোট করতে পারেনি। তারা চাইলেই দাবী করতে পারতো, ”সরাসরি কৃষদের কাছ থেকে আমরা পন্য আনি বলে আমাদের খাদ্যপন্যগুলো যেমন নিরাপদ, তেমনি কৃষকরাও পায় তাদের ন্যায্য দাম”।
আর তাদের মোটো হতে পারতো – ”কৃষকের গোলাঘর থেকে সরাসরি আপনার রান্নাঘর।” কিন্তু আফসোস, তারা এইসবের ধার দিয়েও কোনদিন যায়নি। :(

এগোরার আরেকটা সমস্যা হলো, এদের কোন ছোট স্টোর নেই, যতগুলোতেই গেছি, দেখেছি বিশাল বড় বড় জায়গা নিয়ে তারা স্টোর দিয়ে বসে আছে, বিক্রি বাট্টা হোক আর না হোক। মানে খামোখা খরচ বাড়িয়েছে, সে তুলনায় আয় বাড়াতে পারেনি। তারা যে বড় জায়গাজুড়ে দোকান দিচ্ছে, সেটাকেও তারা ইউএসপিতে রূপান্ত করে সেটাকে কমিউনিকেট করতে পারতো টিজির কাছে, কিন্তু তারা সেটাও করেনি।

অপরদিকে, স্বপ্ন চালু করেছে “স্বপ্ন এক্সপ্রেস”। শুরুটা যদিও করেছিলো বড় পরিসরে, বড় জায়গা নিয়ে। কিন্তু যেখানে টিজি কম, সেখানে তারা বসিয়েছে স্বপ্ন এক্সপ্রেস, ছোট্ট পরিসরে, এগোরার মত বেহুদা সব জাগায় ফুটবল খেলার মাঠের সমান স্পেস নিয়ে দোকান দিয়ে বসে নাই। এটা তাদের অন্যতম ইউএসপি! আমার বাসার সামনেই আছে একটা, প্রডাক্ট ভ্যারাইটি অনেক কম, কিন্তু ক্রেতা নেহায়েত কম নয়। আর এখানেই তাদের স্বার্থকতা।

স্বপ্ন এক্সপ্রেস ওয়াজ এনাদার ব্রিলিয়ান্ট মুভ ফ্রম এসিআই। আমি যতদূর জানি, আগামী ৫ বছরের ভেতর তারা দেশের সবগুলা মফস্বল এলাকাতে স্বপ্ন এক্সপ্রেস বসিয়ে দেবে। হয়তো এরপর মিনা বাজারও দিবে, নাম দিবেঃ মিনা বাজার এক্সপ্রেস, স্বপ্নের পাশেই! :D

তাহলে মুদি দোকানের ভবিৎষত কি?

“স্বপ্ন এক্সপ্রেস” এর কারণে হুমকির মুখে পড়তে শুরু করেছে রেগুলার রিটেইল শপগুলা, মানে পাড়ার মোড়ের মুদি দোকানগুলো। যে কারণে এমাজনকে ভারতীয় খুচরা ব্যবসায়ীরা মুর্দাবাদ জানিয়েছে, সম্প্রতী জেফ বাজোসের ১ বিলিয়ন ডলারের অনুদানের প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে, কারণ জেফ চেয়েছে ভারতের সকল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে। আর ভারতীয় ব্যবসায়ীরাও জানে, এই কাজটা করলে কি পরিনাম তাদের জন্য অপেক্ষা করছে, তাই তারা জেফের প্রস্তাব প্রত্যাখানই করেনি শুধু, তীব্র সমালোচনাও করেছে।

রিটেইল সুপারশপের তিনটা নতুন ট্রেন্ড আমি লক্ষ্য করেছিঃ i) ছোট পরিসরে সেবাদান (এক্সপ্রেস) ii) অনলাইন অরডার, ফ্রি হোম ডেলিভারি ও নন-ক্যাশ পেমেন্ট iii) নিজস্ব খুচরা পণ্যের ব্র্যান্ডের প্রচলন।
রিটেইল দুনিয়াতে আগামীকে কি ট্রেন্ড আসছে? রিটেইল মার্কেট তো সেচুরেটেড হয়ে যাচ্ছে! একই পন্য স্বপ্ন, মিনা বাজার, এগোরা, প্রিন্স বাজার - সবাই বিক্রি করছে। তাহলে উপায় কি? ভাবুন প্রিয় ব্র্যান্ড প্র্যাকটিশনার্সরা, ভাবা প্র্যাকটিস করুন, এবং ভাবার পর এই গ্রুপে সেটা নিয়ে দু কলম লিখুন। :D

তবে পাড়ার মনিহারী বা মুদি দোকানেরও কিন্তু একটা ইউএসপি আছে। কি বলেন তো সেটা?


সেটা হলো, বাকীতে বিক্রি করা। স্বপ্ন হয়তো কখনোই বাকীতে পন্য বিক্রি করবে না, কিন্তু পাড়ার মনিহারী বা টং দোকানগুলো অন্তত এই একটা ক্ষেত্রে স্বপ্নের থেকে এগিয়ে থাকবে, এদের একটা অব্যর্থ সেলস স্ট্রাটেজি হচ্ছে, বাকীতে বিক্রি করা। এটাই তাদের ইউএসপি। আপনি এমন কোন টং বা মুদি দোকান দেখাতে পারবেন না, যারা দিনে ১০ টাকা হলেও বাকীতে বিক্রি করে না। মূলতঃ বাকীর কারণেই তাদের বিক্রি চলে। এটা এমন এক স্ট্রাটেজি, একেবারেই না দিলে ব্যবসায় লস নিশ্চিত, আবার খুব বেশী দিলেও ব্যবসায় লস নিশ্চিত! যারা এর মাঝে ব্যালেন্স করতে পারে, তারাই টিকে থাকে। স্বপ্ন এক্সপ্রেসের চাপে মুদি দোকানগুলো যদি টিকে থাকতে চায়, তবে তাদের উচিত হবে বাকীতে বিক্রির পরিমান বাড়িয়ে দেয়া।

এটা মনে হয় আমাদের খাসলতের দোষ, বাংগালী যেখানেই যায়, বাকীতে খাবার ট্রাই করে, দেশের বাইরেও বাংলা দোকানগুলোতে এই প্রবণতা দেখেছি। বিশেষ করে ভেন্ডরদের কাছ থেকে তারা কখনই ক্যাশ টাকা দিয়ে মাল নেবে না। ১০ ডলার হলেও বাকী রাখবে। অথচ অজিদের দেখেছি, এরা বাকীতো রাখেই না, বরং ভেন্ডরদের আগে থেকেই একটা বড় অংকের জামানত দিয়ে রাখে, তারপর ভেন্ডর সেই জামানত থেকে একটু একটু করে কেটে রাখে অর্ডার অনুয়ায়ী! পুরোই বিপরীত চর্চা!

যা বলছিলাম, পাড়ার মোড়ের দোকানগুলোর নেক্সট মুভ কি হতে পারে? যেমনঃ হক বেকারী অনেক পুরনো ব্র্যান্ড, এরাও নাকি সুপারশপের কাতারে নাম লেখাচ্ছে। এরা পজ মেশিন নিয়ে এসেছে, নিজেদের কার্ড নিয়ে এসেছে। কারণ, কাস্টমার এখন কাডে পে করতে চায়। তাদের বেকারী পন্যই তাদের সুপারশপে বিক্রি করছে।

রিটেইল সুপারশপ ব্র্যান্ড থেকে কনজুম্যার প্রডাক্ট ব্র্যান্ডঃ
আমরা দেখেছি যে, পন্য বিক্রি করতে করতে একটা সুপারশপ ব্র্যান্ড এতটাই শক্তিশালী হয়ে যায় যে, তারা নিজেরাই পরবর্তীতে নিজস্ব প্রডাক্ট ব্র্যান্ড লঞ্চ করে। এ কাজটা করেছে দেশের ২ সুপারশপ জায়ান্ট স্বপ্ন এবং প্রিন্স বাজার। এ জাগাটাতে অষ্ট্রেলিয়াতে দেখেছি Home Brand. পণ্যের মান যে কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের চাইতে ভালো না হলেও খারাপ হয় না। আমার প্রিয় আফটার-ডিনার-ডিজার্ট হচ্ছে Dano এর গুড়া দুধ দিয়ে ভাত আর পাকা কলা মিশিয়ে খাওয়া, একদিন ভাবলাম হোম ব্রেন্ডের দুধ কিনে খাই, অবাক হয়ে খেয়াল করলাম, স্বাদ ডানোর চাইতে এক রত্তি কম নয়, অথচ দাম অর্ধেকেরও কম। এরপর থেকে নিয়মিত হোমব্যান্ড কেনা শুরু করলাম।
বলাই বাহুল্য, জেমকন গ্রুপের যেমন রিটেইল ফুটপ্রিন্ট বাজারে আগে থেকেই ছিলো, সেই একই সুবিধা এসিআইয়েরই ছিলো। শুধু ফারাক হচ্ছে, এসিআই তাদের সুপারশপ স্বপ্ন এর মাধ্যমে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে, কিন্তু জেমকন সেটা পারেনি।
এসিআইয়ের কনজুম্যার প্রডাক্ট চাল ডাল আটা ময়দা সুজি লবন, এসব কিন্তু আগে থেকেই বাজারে ছিলো, এবং কারণ এসিআই তার কনজুমার প্রডাক্টগুলা স্বপ্নের মাধ্যমেই বিক্রি করে থাকে। তবে গত বছর থেকে দেখছি তারা এখন স্বপ্ন এর নিজস্ব ব্র্যান্ডিংয়েও একই ধরনের পন্য বাজারজাত করছে। মানে, স্বপ্নের স্টোরে গেলে আপনি এখন স্বপ্ন ব্র্যান্ডেরও চাল, ডাল, আটা, লবন এসব পাবেন। ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট মুভ ফ্রম এসিআই। তারা একই প্রডাকশন প্লান্ট থেকে একই পন্য উৎপাদন করছে, কিন্তু বাজারে যাচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে! অপারেশনাল খরচ প্রায় একই থাকছে, অথচ এখন আয় হচ্ছে আগের চাইতে বেশী, অপরদিকে বাড়ছে প্রতিটার ব্র্যান্ড ভ্যালু আর ব্র্যান্ড প্রেজেন্স!

তবে এক্ষেত্রে ক্যানিবালাইজেশন হবার আশংকা রয়েছে কি? মানে স্বপ্নের লবনের কারণে যদি পুরনো এসিআই ব্র্যান্ডের লবনের বিক্রি কমেও থাকে, আমার মনে হয় না এসিআই গ্রুপ তাতে নারাজ হবে।

মার্কেটিং নিয়ে ইউনিতে পড়ার সময় আমরা জেনে এসেছি যে, একই কোম্পানির একই ভেরিয়েন্টে একাধিক ব্র্যান্ড লঞ্চ করার একটা বড় সুবিধা হচ্ছে, দ্রুত মার্কেট শেয়ার করায়ত্ব করা যায়, যেটা এতদিন প্রাণ একচেটিয়া করে এসেছিলো। এবার করছে এসিআই। তারা তাদের সুপার শপের ব্র্যান্ডটাকে এতটাই শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে যে, আলাদা করে সেই ব্র্যান্ড এর অধীনেই নিত্য প্রয়োজনীয় পন্য বাজারজাত করা শুরু করেছে। প্রিন্স বাজারও একই কাজ করেছে, তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে তারা পানি, বোরহানী, লবন, ইত্যাদি বাাজারজাত করে। (তাদের পানির বোতলের ব্র্যান্ডের নাম ”পানি”! Such a creative name! -_- )

সবশেষে মিনা বাজারকে গায়ে পড়ে একটা উপদেশ দেই, আপনারা যদি সত্যিই এগোরাকে কিনে থাকেন, তবে ভুলেও কোনদিন দুইটা ব্র্যান্ডকে মার্জ কইরেন না, দয়াকরে আলাদাই রাইখেন। দুটাকে দুই ব্র্যান্ড হিসেবেই চলতে দেন, আলাদা আলাদা ব্র্যান্ড হিসেবে এদের প্রত্যেকের পজিশনিং নির্বাচন ও শক্ত করুন। তাহলেই মিনা বাজার আরো শক্তিশালি ব্র্যান্ড হিসেবে বাজারে জায়গা করে নিতে পারবে বলে মনে করি।

Wednesday, March 26, 2008


আ জার্নি বাই ট্রেইন....!
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬


ব্লগ বন্ধুরা, সিডনীর কোলাহলে একেবারে হাঁপিয়ে উঠেছি। নাগরীক ব্যস্ততা থেকে তাই পালিয়ে থাকব কদিন। এখানকার লোকেরা এ জাতীয় ট্যুরের নাম দিয়েছে ESCAPE । এই উইকএন্ডে, আগামীকাল বিকেল ৫ টার ট্রেনে তল্পিতল্পা গুটিয়ে ব্রিসবেন যাচ্ছি বড় ফুপির কাছে বেড়াতে। জুমুআর নামায পড়ে আর বাসায় ফিরব না। কাল ২টি সিট বুকিং দিলাম, আজ ক্রেডিট কার্ডে পে করলাম, হটমেইলের ইনবক্সে দেখি টিকিট হাজির! শনিবার ভোর ৫ টায় পৌঁছব ব্রিসবেন সিটিতে। টানা ১২ ঘন্টার জার্নি। সেখান থেকে বাসে করে টুয়োম্বা। আরো ঘন্টা দেড়েকের পথ। সর্বমোট প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে! ইনশাল্লাহ দিন তিনেক থাকবো। ফুপা-ফুপি আর পিচ্চি রাহমীটার সাথে জম্পেশ আড্ডা দেব। দোয়া রাইখেন।সিডনীতে ফিরে আসার পর ()ছবি সহ একটা 'ব্যাপক' পোস্ট দেবার ইচ্ছা আছে! সিডনী থেকে নিজেকে এ্যাসকেইপ করছিছিছিছি!!! ভালো থাকবেন সবাই।



এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
৬০ টি মন্তব্য
৩১৫বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28774665 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৯
নিবেদীতা বলেছেন: আপনিও ভাল থাকবেন
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:২২
লেখক বলেছেন: আমিতো অবশ্য্ই ভাল থাকব। প্রতি ঘন্টায় ঘন্টায় ফুপি কিছু না কিছু বানিয়ে আমার সামনে আনছে, আর আমাকে সেগুলো বসে বসে গিলতে হচ্ছে। এই জ্বালা না থাকলে হয়ত আরো ভাল থাকতাম।
০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:২৪
লেখক বলেছেন: ধইন্যাতা নিবেদীতা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
ভাঙা চাঁদ বলেছেন: যান ২ দিন আরাম কইরা আসেন...........
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:১৮
লেখক বলেছেন: জ্বি, ....আসব!
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৫
বালুকাবেলা বলেছেন: আপনিও ভাল থকবেন, আর মজার মজার ছবি দেখব আশায় থাকলাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:১৬
লেখক বলেছেন: জ্বি, নিশ্চয়ই!
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৭
প্রীটি সোনিয়া বলেছেন: ঘুরে আসলে মনটা অনেক চাংগা লাগবে,মাঝে মাঝে জীবনের সব কোলাহল থেকে পালিয়ে যাওয়া উচিত,ভাল থেকো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:১২
লেখক বলেছেন: আজ সকাল সোয়া ৯টায় ফুপির বাসায় পৌঁছলাম। চার বছর পর ফুপির সাথে দেখা হল। কি যে খুশি লাগছে! পাহাড়ের গায়ে ফুপিদের ছোট্ট একটি বাসা। ড্রাইভওয়ে থেকে পুরো টুয়োম্বা সিটি দেখা যায়। 'পালানোর' জন্য চমৎকার একটা জা'গায় এসেছি, কি বল? সোনিয়া, শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩
কতবতবকতকত বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।এই মাত্র ফিরতি ফ্লাইট বুকিং দিলাম। যাবার আগেই ফিরবার টেনশন করতে হয়। যেন বারবার মনে করিয়ে দিচ্ছে -"বাছাধন, কই আর যাবা? তোমাকে প্যাভিলিয়নে ব্যাক করতেই হবে।" আজব দুনিয়া। ( ফুপির বাসা থেকে ব্লগাব, ইনশাল্লাহ!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৪
পুষ্প বলেছেন: যাত্রা শুভ হোক।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:০৫
লেখক বলেছেন: ধইন্যবাত!
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
ঝুমী বলেছেন: ফিরে এসে বেশ কিছু সুন্দর ভ্রমণ কাহিনী শোনাবেন নিশ্চয়ই!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:০৪
লেখক বলেছেন: অবশ্যই ঝুমী! (আপনার নামটা খুব অদ্ভুত। তবে আমার নিকের চেয়ে না!)
২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৩
নীভা বলেছেন: তুই তো আমাকে কিছুই বললি না।দাড়া আয় তুই বোঝাবো মজা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:০১
লেখক বলেছেন: এখানে বলাবলির কি আছে? তুমি যে এত জাগায় ভাইয়াকে নিয়ে ঘুরে বেড়াও, সেগুলো কি আমাকে বল?
০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫
ইরাবতী বলেছেন: রাহমীকে আমর আদর দিস। পিচ্চিটার গাল দুটো এত ফুলা কেন? মনে হয় মুখের ভেতর গোল আলু দিয়ে রাখছে! মিতুল ফুপি আর রুমী ফুপাকে আমার সালাম দিস।এস এম এস করিস।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০১ লা মার্চ, ২০০৮ রাত ৯:১১
নীভা বলেছেন: তুই আমাকে কেমনে এই কথা বললি....তুই জানিস তোর ভাইয়া এখনও আমাকে হানিমুনটা পর্যন্ত করায় নাই।আমার ভাই হয়ে তুই আমাকে কেমনে কতে পারলি এই কথা......।হু্য়া,হুয়া,হুয়া। আমার কাটা গায়ে লবনের ছিটা না দিলে কি তোর হইতো না....।হুয়া হুয়া হুয়া।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭
লেখক বলেছেন: এই খবর তো আর আমি জানি না। আর আমি তো বলি নাই, 'লিখছি'।'হুয় হুয়ার' মাজেজাটা কি?
০১ লা মার্চ, ২০০৮ রাত ১০:২৩
নীভা বলেছেন: "কাল ২টি সিট বুকিং দিলাম" ঘটনা কি রে তোর? এত মোটা হইছিস নাকি তুই??? ২টি সিট এর কাহিনী কি?? D কে বলে দিব কিন্তু.....।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫
লেখক বলেছেন: এত মানুষ লেখাটা পড়ল, কেউ ধরতে পারল না, কিন্তু তোমার চোখ এড়াল না। মোটা হইনি তবে...ইয়ে...মানে...বুঝতেই পারছ....MSN এ ডিটেইলস বলবানি!
০২ রা মার্চ, ২০০৮ রাত ৮:২৩
নীভা বলেছেন: হুয়া হুয়ার মাজেজা হল যে আমি শোকে দুঃখে কান্নাকাটি করছি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
ঝুমী বলেছেন: অদ্ভুত! কে বললো? এর চেয়ে সুন্দর নাম পৃথিবীতে আছে! কখনোই নয়! হাঃ হাঃ
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:২৭
লেখক বলেছেন: যে নামটা শুনলেই মনে হয় নামের মালিকটি বসে বসে ঝিমাচ্ছেন, সেটা অদ্ভুত নাতো কি?এর চেয়ে সুন্দর নাম ঢের আছে জগতে! আমার খুব আপন একজন মানুষের নাম 'তন্দ্রা'। মজার ব্যাপার হলো, তাঁর নামের সাথে আপনার নামের খানিকটামিল আছে! আসলে আপনার নামটা 'আনকমন' বলতে গিয়ে কি করে যেন অদ্ভুত বলে ফেলেছিলাম।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৩৬
ঝুমী বলেছেন: "এর চেয়ে সুন্দর নাম ঢের আছে জগতে!" তাই নাকি!! হাঃ হাঃ এক্ষেত্রে একটা কথাই বলবো, বিচার মানি, কিন্তু তালগাছ আমার!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৪
লেখক বলেছেন: হা হা হা। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলিনি।আর আমি তো বিচার না মেনেই বলি তালগাছ আমার! আমি আপনাকে একটা উদাহরন দেখিয়েছি, চাইলে আরো দেখাতে পারবো। তারা সবাই আমার আত্নীয়-স্বজন। বাইরের কেউ না।আপনার পুরো নামটা এখন খুব জানতে ইচ্ছা করছে।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৪১
নেমেসিস বলেছেন: কিরে ভাই আপনার লিংকসে আমার নাম কেন । আমি তো অবাক!!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:৫৫
লেখক বলেছেন: এই মন্তব্যটা তাহলে কার ব্লগে করলেন? আপনার না আমার?ঘটনাটা কি হইছে এট্টু খুইলা কন তো!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:০১
নেমেসিস বলেছেন: নারে ভাই । অবাক এই কারনে কেননা আমি তো সে অর্থে লেখক ব্লগার নই যে কারো লিংকসএ আমি আমাকে দেখবো তাই । জানি না কেন রেখেছেন আপনি তবে অনেকের ভীড়ে নিজেকে দেখে চমকে উঠেছিলাম ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১০
লেখক বলেছেন: ও আচ্ছা এই কথা! এইবার বুঝতে পারছি। আমি চেয়েছিলাম আমরা যারা অষ্ট্রেলিয়ায় থাকি তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ খুলতে। এই আর কি!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৩
কালপুরুষ বলেছেন: Wish ur happy journey.
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৭
লেখক বলেছেন: Thanks a MEGA lot Kalda!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪৯
ঝুমী বলেছেন: আপনার কথা শুনে সেই গানটা মনে পড়ে গেল,"ইচ্ছে হলো এধরনের গংগা ফড়িং , অনিচ্ছাতে লাফায় শুধু তিড়িং বিড়িং"
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১:০৮
লেখক বলেছেন: হা হা হা । ভাল বলেছেন। আমার ইচ্ছেটা সুমনের গানটার মতই আসলেও এখন নেচে বেড়াচ্ছে। তাইতো 'হদয় আমার নাচেরে নাচেরে' এই রবীগিতী গাইতে গাইতে 'প্রিয় লেখক' আহমেদ ফারুকের ব্লগটা আরেকবার ঝেড়ে দেখব ভাবছি। সেখানে আপনার ছবি যেহেতু দেখেছি, পুরো নামটা পেলেও পেতে পারি! কি বলেন?আচ্ছা, জনাব আহমেদ ফারুকের পাশের ছবিটা তো আপনারই নাকি?
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৭
ঝুমী বলেছেন: সত্যিই এবার হাসালেন। কার ছবি, সেটা তো স্পস্ট লেখাই আছে। তবে সেটা আর যারই হোক, আমার নয়।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩০
লেখক বলেছেন: আহারেএএএ। তাইতো আমি তো আরো ভাবলাম 'জীবন সঙ্গীনি' বলতে বুঝি আপনাকেই বুঝিয়েছে! তাহলে তো সে গুড়ে বালি হয়ে গেল দেখছি! উনি আপনার 'প্রিয় লেখক', তার উপর তিনিও আপনার হয়ে যে ভাবে সাফাই গাইলেন, তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছিলাম আরকি! ছোটবেলাম মত এখনো অংকে কাচা রয়ে গেছি দেখছি। থাক! দুঃখ করবেন না। জন্ম-বিয়ে-মৃত্যু, আল্লাহর হাতে। কপালে থাকলে আপনি উনার চেয়েও খুব সুরুত বর পেতে পারেন!আমি কিন্তু সিওর হয়ে কিছু বলিনি। বল্লে হয়ত আপনাকে শেষের প্রশ্নটা করতাম না; লিংকটাও দিতাম না। আশাকরি আমাকে বুঝতে পেরেছেন। ধন্যবাদ ঝুমী।
০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৭
ঝুমী বলেছেন: অযথা কষ্ট করতে হবে না। উত্তরটা আমিই বলে দিচ্ছি, ছবি তো দূরের কথা...আমার পুরো নাম কোথাও নেই।আমার ব্লগেও নেই, আমার প্রিয় লেখকের ব্লগেও নেই।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩২
লেখক বলেছেন: আমার "কষ্ট বাঁচিয়ে" দেবার জন্য আবারো ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৫
ঝুমী বলেছেন: হাঃ হাঃ আপনার কথা শুনে আবারও না হেসে পারছি না! শুনুন, তার সাথে আমার সম্পর্কটা বন্ধুর মত। একজন ভাল বন্ধু যাকে বলে। আপনি অযথাই এসব ভাষণ দিচ্ছেন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৭
লেখক বলেছেন: আপনি বুঝি খুব হাসেনও! বন্ধুর মতো হলে তো ভালই। তবে কি জানেন, মেয়েরা...কেন যেন "কোন সম্পর্কে জড়িত" জানা সত্ত্বেও ছেলেদের ভালবাসে। কোন কোন ক্ষেত্রে তো এটা জানার পর তাদের ভালবাসা যেন আরো বেড়ে যায়। আমার ব্যাক্তিগত ধারনা থেকে বল্লাম। বিশ্বাস যে করতেই হবে, সত্য যে হতেই হবে, এমন তো কোন কথা নেই তাই না?আপনাকে অনেক কথা বলার ছিলো ঝুমী। আমাদের 'ব্লগমেট রিলেশনের' খাতিরে এর চে' বেশী কিছু বলা ঠিক হবে বলে মনে হল না।ভাষন দিয়ে ফেলেছিলাম নাকি?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:২০
ঝুমী বলেছেন: মেয়েদের সম্র্পকে কি অদ্ভুত ধারনা আপনার! তাই বলছি, দৃষ্টি ভঙ্গী পরিবর্তন করুন। আর সেই সাথে জেনে রাখুন, সবাই এক না! আমি আর সবার মত নই। সম্মান করার মত লেখক বলেই তিনি আমার প্রিয়, শ্রদ্ধাভাজন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১
লেখক বলেছেন: আমার কাছে আমার ধারনাটা মোটেও অদ্ভুত নয়। নিজের অভিগ্গতা থেকে ধারনাটা হয়েছিলো কিনা! তবে, সেটা পাল্টানোর মত কিছু ঘটলে দৃষ্টি ভঙ্গীর অবশ্যই পরিবর্তন হবে।আর সেই সাথে জেনে রাখুন, সবাই এক না! আমি আর সবার মত নই। সম্মান করার মত লেখক বলেই তিনি আমার প্রিয়, শ্রদ্ধাভাজন।----- জেনে রাখলাম। তবে ঝুমী আপামনি, আপনার শ্রদ্ধাকে "কয়ভাজা" দিয়েছিলেন এটাও যে জানতে ইচ্ছে হচ্ছে!আর বলছেন বটে প্রিয়, আপনার ব্লগটি দেখলে কিন্তু তা মনে হয় না। কারন ফারুক সাহেবের কোন নাম-নিশানা আপনার লিংক বা প্রিয়; কোন শো কেসেই নেই। সব সাদা ফকফকা। "প্রিয়" এর বুঝি এই নমুনা?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৭
ঝুমী বলেছেন: "আপনাকে অনেক কথা বলার ছিলো" দুঃখিত আবারও না হেসে পারলাম না!! কারণ আপনার জটিল ভাবনা গুলো আর ভাষন গুলো বৃথাই অপচয় করছেন। আমি য়দি ছেলেও হতাম তবুও তিনিই আমার প্রিয় লেখক এবং ভাল বন্ধু হতেন। কারো প্রিয় হতে হলে, সবার আগে একজন ভাল মানুষ হতে হয়। আর আমার প্রিয় লেখক তেমনই একজন। আমি কি কথাটা আপনাকে বুঝাতে পারলাম??!!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৬
লেখক বলেছেন: আমি তো জানি প্রিয় লেখক হতে হলে সবার আগে তাকে একজন ভালো লেখক হতে হয়। যেমন করে আপনি বল্লেন-কারো প্রিয় মানুষ হতে হলে, সবার আগে একজন ভাল মানুষ হতে হয়।বুঝাতে পেরেছেন মনে হয়। আপনার অনেক গুন!
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:০০
ঝুমী বলেছেন: দুঃখিত আবেগটা একটু বেশি বলেই হয়তো সব কিছুই একটু বাড়াবাড়ি রকম হয়ে যায়। আর একারণে অনেকে ভুলও বুঝে। আরেকটা কথা, আমি কিন্তু এখনো ব্লগ সাজাতে বসিনি। তাই...।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৯
লেখক বলেছেন: খুব বেশী বাড়াবাড়ি হয়ত হয়নি। হলে আমি আপনার কমেন্টগুলো মুছে দিতাম, প্রতুত্তর দেয়ার তো প্রশ্নই আসত না। তারপরও যদি চালিয়ে যেতেন, তাহলে আমার ব্লগে আপনাকে ব্লক করে দিতাম।তাছাড়া, আমারও অভ্যাস কিছুটা খারাপ। একটু চান্স পেলেই মানুষকে খোঁচাই। তাই আমিও দুখিঃত। আর আমি হয়ত আসলেই আপনাকে ভুল বুঝেছি। হাসিমুখে ভুল স্বীকার করলাম।আমাদের ঝগড়ার শুরুটা কে করেছে ঠিক বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে আমি, আরেকবার মনে হচ্ছে আপনি। আবার মনে হচ্ছে কেউ না অথবা দুজনেই। হা হা হা।ব্লগ সাজাতে কবে বসছেন? যে দিনই বসেন না কেন, প্রিয় লেখকের প্রিয় পোস্ট আপনার 'প্রিয়তে' রাখতে ভুলবেন না যেন!
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:২০
লেখক বলেছেন: আবারও খোচাঁ দেবার জন্য সরি। এটাই শেষ। আর দেব না।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৬
ঝুমী বলেছেন: ধন্যবাদ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৫
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার ভ্রমন কাহিনী আপনাদেরকে শোনাবার জন্য তৈরী হচ্ছি। তবে হ্যাঁ, আবারো বলছি ঝুমী, আপনার কাছ থেকে সিরিয়াস ধরনের অন্ততঃ একটা পোস্ট আশা করছি। প্লিজ, গিভ ইট এ ট্রাই!
০৮ ই মার্চ, ২০০৮ রাত ১:০২
ঝুমী বলেছেন: Thanks for your great advice.
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৮ ই মার্চ, ২০০৮ রাত ১:১৫
লেখক বলেছেন: MY PLEASURE!!!
০৮ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫২
লেখক বলেছেন:
০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
লেখক বলেছেন: .......
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৫
রাশেদ বলেছেন: পোস্ট কই!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪১
লেখক বলেছেন: হায় হায়, কালুদারে নিয়া এত সোন্দর একটা পোস্ট দিলাম, হেইডা তোমার চোখে পড়ল না? চোখে কি দিছ?রাশুদা এট্টু সবুর কর। মেওয়া ফলবো। পোস্ট লিখছি....। আইজ রাইতেই পাইবা, ইনশাল্লাহ।
০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৪
রাশেদ বলেছেন: আইচ্ছা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:০৪
ঝুমী বলেছেন: ....... আপনার এই ছবির মর্ম কি? কথা নেই _ বার্তা নেই, একা একা হাসছেন... আনন্দে আছেন... আবার দুঃখ দুঃখ ভাব...!!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪০
লেখক বলেছেন: ইমোটিকনগুলার কোন মানে নেই। হুদাই দিছিলাম। পাগল তো....তাই একা একা হাসি , হাসতে হাসতে মন খারাপ হয়ে যায়! ইদানিং মেজাজও!
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৫
ঝুমী বলেছেন: আপনার এই লেখাটা আমার প্রিয় পোস্টে রেখে দিয়েছি। কারণটা তো আগেই জানিয়েছি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৬
লেখক বলেছেন: হা হা হা হা হা। অনেক ধন্যবাদ ঝুমী।

যাবেই যদি...এই অবেলায়...!


যাবেই যদি...এই অবেলায়...!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১২


চারিদিকে দেখি তোমার 'মরীচিকা'অর্ধ রাতে বুকের ভেতর বসে হরিন কাঁদেমৃত্যু এসে ঠা ঠা করে হাসে যখন তখনযাবেই যদি, তবে কেন এই অবেলায়এমন করে মন পোড়ালে ভালোবাসায়?মরুভূমির কাছে যে করে জল প্রার্থনা... মরীচিকা ছাড়া সে কি পাবে আর???কতদিন পর কবিতা লিখতে বসলাম জানিনা। আদৌ কোন কবিতা হল কিনা তাও জানিনা। শুধু জানি মনের ভাব প্রকাশের মত যথেষ্ট শব্দ এখনো শিখে উঠতে পারিনি



এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
২১ টি মন্তব্য
১০৭বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান
বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28774045 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
স্বাক্ষর শতাব্দ বলেছেন: কি হয়ে উঠলো এটা চিন্তা করবেন না, লিখতে থাকুন ++++++
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭
লেখক বলেছেন: জ্বি আচ্ছা, চিন্তা করব না, লিখতে থাকব। ধন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
বালুকাবেলা বলেছেন: স্বাক্ষর শতাব্দ বলেছেন: কি হয়ে উঠলো এটা চিন্তা করবেন না, লিখতে থাকুন +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫
লেখক বলেছেন: ভাই, কমেন্টের কি এতটাই আকাল পড়ল যে আরেক জনেরটা কপি-পেস্ট মারতে হয়!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫২
নিলা বলেছেন: যাবেই যদি, তবে কেন এই অবেলায়এমন করে মন পোড়ালে ভালোবাসায়?++++++
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪
লেখক বলেছেন: তোমাকে ১০ কেজি ধইন্যাপাতা নীলাপি!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
লেখক বলেছেন: চাইর কেজি বেশী দিয়া ফেলছি!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
নিলা বলেছেন: চার কেজি ধইন্যাপাতা দিয়ে এত মন খারাপ!!! এখনত আমার কাঁন্না পাচ্ছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৯
লেখক বলেছেন: ৪ কেজি তো দিই নাই, বল্লাম চাইর কেজি বেশী দিছি। উল্টা বুঝলে মন খারাপ হয়। কাইন্দেন না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
নিলা বলেছেন: আপনি যে এত কিপটা জানতাম না
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৭
লেখক বলেছেন: হুমম, বাজারে তো আগুন...৬ কেজি ফ্রি পাইছেন, আবার কন কিপটা?
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪০
ইরাবতী বলেছেন: ছবিটা দারুন সিলেক্ট করেছিস। তুই তো পোস্টের ছবি দিয়েই সব কথা বলতে চাস। লিখবে আর কখন? ....কঙ্কালসার বৃক্ষ, ব্যাকগ্রাউন্ড কালার রক্তলাল, তোর ছবিটা দেখেই বুকটা হাহাকার করে উঠল! এত ক্ষ্ট তোকে কে দিল?শেষের লাইন দুটো সবচে জোসসসস লেগেছে। কিন্তু তুই ছ্যাঁক খাওয়া টাইপ কবিতা লিখতে শুরু করলি কেন হঠাৎ? তোর তো এখন রমরমা অবস্থা থাকার কথা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০১
লেখক বলেছেন: নাহ্ তোমাকে নিয়ে আর পারলাম না!তবে ছবির মানে বোধগম্য হয়েছে জেনে খুব খুশি হলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৪
বর্তমানবাংলা বলেছেন: আমার খুব ভালো লাগলো কবিতা এবং ছবিটা।কতদিন পর কবিতা লিখতে বসলাম জানিনা। আদৌ কোন কবিতা হল কিনা তাও জানিনা। শুধু জানি মনের ভাব প্রকাশের মত যথেষ্ট শব্দ এখনো শিখে উঠতে পারিনি। কথাটা আমারও মনে হয় কিন্তু আমি আপনার মত গুছিয়ে চিন্তাও করতে পারিনা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
লেখক বলেছেন: আমি গুছিয়ে চিন্তা করতে পারি!!! জীবনে এই কথাটা এই প্রথম শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান বাংলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৮
প্রীটি সোনিয়া বলেছেন: কবিতা কেন যেন তেমন একটা ভাল লাগেনা......তারপরেও +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২০
লেখক বলেছেন: কবিতা ভাল লাগে না? কি বল তুমি? + এর জন্য ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮
উধাও ভাবুক বলেছেন: ভাই ............ এত কঠিন নাম আপনার ! যা হোক নাম তো বলতেই হবে, কারন ওইটাই তো আপনার পরিচয়। ভাই কতবতবকতকত আপনার লেখাটা কিন্তু ভাল হয়েছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৩
লেখক বলেছেন: হা হা হা। ভাই এইটা আমার নাম না। আমার নাম ব্লগের অনেক জা'গাতে দেয়া হয়েছে। আর তা যদি এখনও আপনার চোখে না পড়ে থাকে তবে একটু খেয়াল করলেই আমার আসল নামটা জানতে পারবেন।আপনার কমেন্টটাও কিন্তু ভাল হয়েছে!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১০:৪৭
রোডায়া বলেছেন: একজন আমারও অবেলায়মন পুড়িয়েছিলো ভালোবাসায়হায়, সে এখন কোথায়?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
লেখক বলেছেন: আহারে! তাই নাকি?সে কোথায় আমি বলব কিভাবে? আমি কি গনক নাকি?


তোমাকেই বলছি, এপ্রিল!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৬


কয়েক সপ্তাহ আগের ঘটনা। ইলাউড়া রেললাইনে ট্রেক ওয়ার্ক চলছে তাই ট্রেন চলাচল দুদিনের জন্য বন্ধ। পরিবর্তে বিরক্তিকর এক বাস সার্ভিস চালু করা হয়েছে। নতুন কি কি ল্যাপটপ বাজারে এসেছে সেটা সরেজমিনে খতিয়ে দেখা আমার অনেক দিনের অভ্যাস। তাছাড়া পুরোনোটাও আপগ্রেড করার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম। বাসে করে মার্টিন প্লেসের হারভে নরম্যানের শোরুমে ঢুঁ মারলাম। HP'র একটা স্পেশাল এডিশন হঠাৎ নজরে পড়ে গেল। হালকা খয়েরি রংয়ের, চমৎকার কারুকাজ খঁচিত আর মেটালের নিখুঁত ফিনিশিং। সাথে সাথেই আমার চোখের তারাগুলো ঝলমল করে উঠল। দাম লেখা: দুই হাজার ডলার (থেকে এক ডলার কম!)। ভেল্যু ফর মানি চোখ বুজে ৪.৭ দিয়ে দিলাম আউট অফ ৫। মনে মনে বল্লাম একেই আমার চাই।কিন্তু হুট করে এত টাকা খরচ করার পাবলিক আমি না। তাই বাসায় গিয়ে সিনিয়র ভাইয়াদের সাথে আলাপ আলোচনা করে কাল পরশুর ভেতর কিনে ফেলব ভেবে দোকান থেকে বেরিয়ে এলাম। মার্টিন প্লেস থেকে আগে কখনো বাসে উঠিনি। তাই স্টপিজটাও ঠিক ঠাহর করতে পারছি না। চারদিক শুনশান। উইক ডেজে যেখানটায় লোকে গিজগিজ করে, উইকএন্ডে সেটা খা খা। একটু আগে পশলাখানেক বৃষ্টি হয়েছে। বাতাসে সোঁদা মাটির স্যাতঁস্যাঁতে গন্ধ। আমি খোলা আকাশের নীচে বুক ভরে শ্বাস নিলাম। আমার কাছে এ গন্ধটা অসম্ভব ভালো লাগে। একটু এগোতেই ল্যাম্পপোস্টে ঝোলানো একটা কর্মাসিয়াল দেখলাম। আমাকে বলছে, 'আপনি এখানে এসে দয়াকরে আপনার মোবাইল ফোনের ব্লু টুথ অন করুন।' খানিকটা অবাক হলাম।আমার মোবাইল ফোনের ব্লু টুথ অন করলাম। সাথে সাথেই একটা ম্যাসেজ পেলাম। যেটা ছিল আসলে 'দি অস্ট্রেলিয়ান' পত্রিকার একাট আধুনিক বিঞাপন! সেদিনের পুরো পত্রিকাটি সেখানে ইন্টার এ্যাকটিভ এমএমএস এ রুপান্তর করে দেয়া ছিল। মুচকি হেসে ভাবলাম, প্রযুক্তি আজ কোথায় চলে গেছে! আচ্ছা, প্রযুক্তি কি পারে না আমার ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধটা একটা পারফিউমের বোতলে ভরে দিতে?কিছুদূরেই বাসের একটা প্লাটর্ফম দেখলাম। একদম ফাকাঁ। কাছে গিয়ে দাড়াঁলাম। একটুপর একটা মেয়ে এসে বসল পাশে। আমার ব্যক্তিগত ধারনা হল, ওজি মেয়েদের গড়পড়তা চেহারা সুরত খুব একটা আর্কষনীয় নয়। তাই সচারচর ওদের দিকে দ্বিতীয়বার আর তাকানো হয় না। কিন্তু এই মেয়েটির দিকে তাকিয়ে আমার চোখের তারাগুলো যেন আবার কথা বলে উঠল। দেখতে অদ্ভুত সুন্দর মেয়েটি! মেয়েদের চোখের দিকেই আমার চোখ সবার আগে যায়। যার চোখ যতবেশী সুন্দর, আমার চোখে সে ততবেশী সুন্দরী। এই মেয়েটির চোখ দেখে মনে হল প্রশান্ত মহাসাগরের সবটুকু নীল এই মেয়ের চোখদুটোতে গুলে দেয়া হয়েছে। কাঁধ পর্যন্ত মোলায়েম তন্তুর মত গাঢ় সোনালী চুল, পরনে ফেড জিনসের সাথে ফুল স্লীভ হালকা হলুদ রঙ্গয়ের টি শার্ট, সাথে গলায় আলতো করে জড়ানো আকাশী রংয়ের ছোট্ট একটা মাফলার। হাতে বিশাল একটা ব্যাগ, ফুলে আছে। বড়জোর ২০/২১ হবে বয়স। আমি খুব স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম, সেটা খেয়াল করে মেয়েটা হঠাৎ আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে খুব মৃদু স্বরে বল্ল- 'হাই!' আমিও ভদ্রতা করে পাল্টা একটা হাসি দিয়ে বল্লাম- 'হ্যাল্লো!'একটু পর খুব মোলায়েম স্বরে বল্ল- 'Could you let me know if there is any bus departs to the city from here?'আমি বল্লাম - 'sorry, i dont know either, umm...but I hope so.' আমার আশাবাদ ওকে বেশ খুশী করে দিল। তাই এবারের হাসিটা আগের চেয়েও চমৎকার করে দিল। আমি কথা আরো বাড়ানোর জন্য মুখ খোলার আগেই দেখি একটা বাস এসে আমাদের সামনে দাঁড়ালো। এমনিতে সিটি রেইলের বাস কখনোই টাইম মত আসেনা। সেদিন মরার বাস মনে হল টাইমের একটু আগেই চলে এসেছিলো। মনে মনে বাসের ১৪ গোষ্টি উদ্ধার করলাম মুখে একটা সুন্দর হাসি ঝুলিয়ে রেখে ওকে বল্লাম 'here you go!'বাসওয়ালার কাছ থেকে জানা গেল বাস সিটির দিকেই যাচ্ছে। বাসে প্রচন্ড ভীড়। আমি আর ও একদম বলতে গেলে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছি। এই ব্যাপারটি আমাকে বিরাট এক অস্বস্তির ভেতর ফেলে দিল। ঠিকমত দাঁড়াতেও পারছি না, আবার ব্রেকের জন্য ওর উপর গিয়ে যাতে না পড়ি সেই কসরতও করতে হচ্ছে। মহা জ্বালা। আমি বাইরে তাকিয়ে ছিলাম, হঠাৎ দেখলাম একটা কড়া ব্রেকে ও আমার প্রায় গায়ের উপর এসে পড়েছে। খুব লজ্জা পেল মেয়েটা। লজ্জিত কন্ঠে বল্ল -'সরি'। আমিও খুব লজ্জা পাচ্ছিলাম , শুধু বল্লাম- 'ইউ আর অলরাইট।' একটুপর একটা সিট পেলাম, ভাগ্যক্রমে। আমি না বসে স্বভাবতই ওকে বসতে দিলাম। ভীষন আন্তরিক একটা ধন্যবাদ পেলাম। ও বসে আছে। আর আমি ঠিক ওর সামনেই দাঁড়ানো। ভীড়ের কারনে অন্যদিকে সরতেও পারছি না। সে আরেক অস্বস্তিকর অবস্থা। কাকতালীয়ভাবে হাবিবের কৌতুহল গানটা তখন শুনছিলাম। গানের প্রায় প্রতিটা লাইনের সাথেই আমাদের ঘটনাগুলো মিলে যাচ্ছিল। মনে হল আমরা বুঝি গানটার মিউজিক ভিডিওতে অভিনয় করছি। সে এক আর্শ্চয অনুভূতি!একটুপর ও ব্যাগ থেকে ফোন বের করে কার ভয়েস মেইলে যেন একটা ম্যাসেজ রাখলো, Hello, its April, can u give me a call when u're available. Thanks very much.ও ফোন করার আগেই আইপডের ভলিউম কমিয়ে দিয়েছিলাম। নামটা জানার পর অবাক চোখে আরেকবার দেখলাম ওকে। কি অদ্ভুত নাম! "এপ্রিল!"আমি আমার সুনয়নার নামটা জানতে পারলাম! (মাবুদে এলাহী, এই লেখাটা যেন নওরীনের চোখে না পড়ে, তুমি মেহেরবান।)

প্রকাশ করা হয়েছে:
সপ্নবােজর দল বিভাগে ।


এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
২৬ টি মন্তব্য
১৬৪বার পঠিত

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান
বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/proloyhasanblog/28773842 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩
রাহাত আহমেদ বলেছেন: ভালো লাগলো ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
লেখক বলেছেন: ধইন্যাপাতা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
স্করপিয়ন্স বলেছেন: ছবিডা কি হেই মাইয়ার
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৭
লেখক বলেছেন: মাইয়ার যে ডেসক্রিপশন দিছি তাতে কি তা মনে হয়? গন্ডার আর কারে কয়!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪
ইরাবতী বলেছেন: কিরে ওই! তোর কি হইছে? এত ঘন ঘন প্রেমে পড়তাছস ক্যান?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৮
লেখক বলেছেন: হেইডা তো আমিও জানি না ইরাপু। এই প্রশ্নটা আমিও মাঝে মাঝে আমারে জিগাই! '
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২০
স্করপিয়ন্স বলেছেন: লেখক বলেছেন: মাইয়ার যে ডেসক্রিপশন দিছি তাতে কি তা মনে হয়? গন্ডার আর কারে কয়!ছবিটা অন্য দিন তোলা হইতারে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২
লেখক বলেছেন: নাহ, তোমারে নিয়া আর পারলাম না। না...হইতারে না!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪
স্করপিয়ন্স বলেছেন: ভাই সাহেব কি ছাতরো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩১
লেখক বলেছেন: একসময় আছিলাম, অহন নাই। আবার কিছুদিন পরে হব, ইনশাল্লাহ। তয় এত জাইনা তোমার কাম কি গন্ডু মিয়া?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০
স্করপিয়ন্স বলেছেন: একই শহরে থাকিতো, কুনোদিন দেখা হইয়াও যাইতে পারে রাসতাঘাটে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
লেখক বলেছেন: দেখা হইলে তোমারে চিনুম কেমনে? শিং তো এখনো গজাইনাই মনে লয়। তয় তোমার লগে দেখা হইলে কিন্তু ০০০ তে কল লাগামু কইয়া দিলাম!
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:১৮
ফারহান দাউদ বলেছেন: হুম,অনুভূতিগুলি খুব তুলে ধরেছেন,চোখের সামনে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাউদ ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৮
রোডায়া বলেছেন: মেলা দিন প্রেমে পড়িনা, আপনার ঘন ঘন প্রেমে পড়া দেখে হিংসা হচ্ছে, হা হা হা... +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৯
লেখক বলেছেন: কেউ প্রেম করে, কেউ প্রমে পড়ে...আপনার হয়েছে কোনটা? নাকি কোনটাই না?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৫
প্রীটি সোনিয়া বলেছেন: হা হা হা .....সুন্দর। +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
লেখক বলেছেন: সোনিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আমার লেখাগুলো সুন্দর দৃষ্টি নিয়ে পড়েন বলেই সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৫
বর্তমানবাংলা বলেছেন: অবশ্যই সুন্দর। +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬
লেখক বলেছেন: ধইন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৮
নীভা বলেছেন: eto pream e portecis, ghotona ki??????????
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
লেখক বলেছেন: তুমিও দেখি ইরাপির মত কথা বলা শুরু করলা! তোমাগো ঘটনা কি সেইটা কও!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫
কালপুরুষ বলেছেন: (মাবুদে এলাহী, এই লেখাটা যেন নওরীনের চোখে না পড়ে, তুমি মেহেরবান।আমার ধারণা, নওরীনের চোখে এই লেখাটি পড়লে তেমন কিছু হবে বলে মনে হয়না। কারণ ব্যক্তিগতভাবে আমি নওরীন (আপনি যার কথা বলছেন তিনি সেই নওরীন কিনা জানা নেই) সম্পর্কে কিছুটা হলেও জানি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৮
লেখক বলেছেন: কালুদার কি হইছে? আপনি কি জীবনেও ঠিকমত কোন কিছু বুঝতে পারবেন না?আমার আর্কাইভে 'আমার একটি ক্ষমা প্রার্থনা' নামে একটি পোস্ট পাবেন। ঐখানে নওরীনের ডিটেইলস দেয়া আছে। আমার মনে হয় না আপনি যাকে চিনেন সে আমার নওরীন।ধন্যবাদ কালুদা। আল্লাহ আপনাকে আরো বুঝ দান করুন। আমিন।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:২৫
মামুন বাংলা বলেছেন: ভালো একশবার ভালো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:০১
লেখক বলেছেন: খাইছে আমারে! এতবার ভাল!ধন্যবাদ।